অভিজিৎ মুখোপাধ্যায়, দি বেঙ্গল মিরর, ডায়মন্ড হারাবারঃ ডেঙ্গু পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মানবাধিকার কর্মীরা। রাজ্যে ডেঙ্গু প্রতিরোধে উপযুক্ত পরিষেবা প্রদান সহ হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতির দাবিতে একটি পথসভা করল মানবাধিকার সংগঠন এপিডিআর। গতকাল রবিবার এপিডিআর-এর ডায়মন্ড হারবার শাখা স্টেট বাস স্ট্যান্ডে একটি স্বাস্থ্য সচেতনতা শিবিরেরও আয়োজন করে। শ'খানেক স্বাস্থ্য পরিষেবা পান সেই শিবির থেকে। উক্ত পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি মহামারির আকার ধারণ করেছে অথচ সরকার উদাসীন। তাদের আরও অভিযোগ, সরকারি চাপে কর্তৃপক্ষ রোগীর অসুখ চুরি করছে। ডেঙ্গুকে অজানা জ্বর বলে চালিয়ে দেওয়ার অভিযোগও করা হয়। ডেঙ্গু আক্রান্তদের সঠিক তথ্য ও সঠিক চিকিৎসার দাবিতে গর্জে ওঠেন এপিডিআর নেতৃবৃন্দ। উক্ত প্রতিবাদ সভা ও স্বাস্থ্য পরিষেবা শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ রেজাউল করিম, ডাঃ শুভজিত ভট্টাচার্য, মানবাধিকার কর্মী রঞ্জিত শূর, জয়গোপাল দে, তাপস মুখার্জী, সমাজকর্মী আলতাফ হোসেন প্রমুখ।
0 Comments