নিজস্ব প্রতিবেদক, দি বেঙ্গল মিরর, হরিশ্চন্দ্রপুর, মালদহঃ মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তেলচান্না স্লুইস গেট গ্রামের এক মানসিক ভারসাম্যহীন কিশোর নিখোঁজ। স্থানীয়দের কথায়, নিখোঁজ কিশোর আবদুল রহিম (১৭) মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন। গত শনিবার হঠাৎই সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কাউকে না বলে কোথায় গেলো এই নিয়ে চিন্তিত গোটা পাড়া, মা বাবা তো কেঁদে কেটে একাকার । দুইদিন হয়ে গেলেও তার কোন খোঁজ খবর নেই। বাড়ি থেকে চলে যাওয়ায় সময় তার পরনে ছিল সাদা জামার উপর হালকা লাল ও কালো চেক, স্বাস্থ্যবান, দেখতে মোটামুটি ফর্সা। তার বাবা ইদ্রিশ আলি বলেন, আমার ছেলে সঠিকভাবে ঠিকানা বলতে পারে না, আমরা খুবই চিন্তিত। প্রসঙ্গত উল্লেখ্য, নিখোঁজ আবদুল রহিম রাজমিস্ত্রি দের জোগাড়ের কাজ করতো, সেই কাজে অন্যান্যরা তাকে মাঝে মাঝে উত্ত্যক্ত করতো বলে অভিযোগ, কয়েকদিন আগে স্থানীয়দের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ে বলেও জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী সাইদুর রহমান। তিনি আরও বলেন, আবদুল রহিম বাড়ি থেকে পালিয়ে যাবে বলেও নাকি সবাইকে বলে বেড়াতো। সন্দেহটা এখানেই যে, নিখোঁজ যুবক তার ঠিকানা সঠিকভাবে বলতে পারে না। বাংলায় নাম ঠিকানা বলতে বা লিখতে পারলেও এলাকাটি বিহার লাগোয়া ফলে হিন্দি না জানা রহিম কেমন করে ঘরে ফিরবে আতঙ্কে গোটা গ্রাম। চারিদিকে খোঁজ খবর নেয়া চলছে। আজ সোমবার থানায় নিখোঁজ ডায়েরি করার কথা। আমরা দি বেঙ্গল মিরর পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি যদি কেউ খোঁজ পান যোগাযোগ করুন 9735048457
0 Comments