নিজস্ব সংবাদদাতা, দি বেঙ্গল মিরর, মালদহঃ মালদহের কালিয়াচকের বাসিন্দা আফরাজুল কে নিশংস ভাবে হত্যার প্রতিবাদে এখনও উত্তাল গোটা মালদা জেলা। আজ সারা ভারত ফরওয়ার্ড ব্লক এর উদ্যোগে হরিশ্চন্দ্রপুরে একটি প্রতিবাদ মিছিল হয়। নেতৃত্ব দেন হরিশ্চন্দ্রপুর এর ফরোয়ার্ড ব্লকের নেতা রফিকুল আলম ও অন্যান্যরা । আজ বিকেল তিনটে নাগাদ তেতুঁল বাড়ি থেকে শুরু হয় এবং মিছিল টি ডাকবাংলো, পোস্ট অফিস, থানা, কো অপারেটিভ ব্যাংক মোড় ঘুরে শহিদ মোড়ে শেষ হয়। হাজার হাজার মানুষ মিছিলে হাঁটেন। জাতিগত ভেদাভেদ ভুলে সকলে শপথ নেন অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার।
অন্যদিকে বামেরা আরেকটি মিছিল করে গতকাল। হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মানিকচক প্রভৃতি এলাকায় প্রতিবাদ, কোথাও শান্তি মিছিল বের হয়। আজ সোনাকোল স্কুল মাঠে একটি শোক সভা করে কংগ্রেস।
অন্যদিকে বামেরা আরেকটি মিছিল করে গতকাল। হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মানিকচক প্রভৃতি এলাকায় প্রতিবাদ, কোথাও শান্তি মিছিল বের হয়। আজ সোনাকোল স্কুল মাঠে একটি শোক সভা করে কংগ্রেস।
0 Comments