নিজস্ব সংবাদদাতা, দি বেঙ্গল মিরর, কলকাতাঃ রাজ্যের মালদহের কালিয়াচকের বাসিন্দা আফরাজুল কে নিশংস ভাবে হত্যার নিন্দায় মানব বন্ধন পালন করল ছাত্র সংগঠন এসআইও । তারা এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেন, মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকা মানুষের মৌলিক অধিকার। মানবীয় মর্যাদাসহ অন্যান্য অধিকারগুলির জন্য জীবনের অধিকার পূর্বশর্ত। আজ একাডেমি অফ ফাইন আর্টস এর সামনে রাজস্থানে আফরাজুল খানের নৃসংশ ও অমানবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে । সংগঠনের রাজ্য সভাপতি ওসমান গনি বলেন, “সারাদেশ জুড়ে দলিত, মুসলিমসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর আক্রমন, গুম, খুন, হত্যালীলা আজ খুব সাধারন ব্যাপারে পরিণত হয়েছে। এ ধরনের অত্যাচার অগনিত। এ জাতীয় মানবীয় মর্যাদার হত্যালীলার যজ্ঞ গত দু-বছর দৃশ্যত বৃদ্ধি পেয়েছে। অসংখ্য মুসলিমও আজ এ জাতীয় ঘৃণা-বিদ্বেষের শিকার হয়েছে। মুসলিম, দলিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কখনও গো-মাংস, কখনও লাভ জিহাদ, কখনও দেশপ্রেমের নামে আবার কখনও উগ্র জাতীয়তাবাদের নামে ঘৃণা-বিদ্বেষের শিকার হতে হয়েছে। কিন্তু বাস্তবতা হল যে এই ঘটনা গুলো জাতি-বিদ্বেষের নমুনা। শুধু মুসলিম হওয়ার কারনেই আজ অনেক মুসলিমের উপর আক্রমন, হামলা করা হয়েছে।”
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয় যে- বর্তমান এই প্রেক্ষাপটে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো দরকার।একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে এস.আই.ও নিরব দর্শক হয়ে বসে থাকতে পারেনা। কারণ সমাজ ও জাতির নিরবতা ভাঙার এটাই উপযুক্ত সময়। নিম্নবর্ণ, মুসলিম, দলিত ও অন্যান্য নির্যাতিত-নিপীড়িত সম্প্রদায়ের উপর ঘৃণা-বিদ্বেষের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। জাতি ধর্মবর্ণ নির্বিশেষে দেশের আপামর জনগণকে মানবীয় মর্যাদা রক্ষা করতে এগিয়ে আসতে হবে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয় যে- বর্তমান এই প্রেক্ষাপটে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো দরকার।একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে এস.আই.ও নিরব দর্শক হয়ে বসে থাকতে পারেনা। কারণ সমাজ ও জাতির নিরবতা ভাঙার এটাই উপযুক্ত সময়। নিম্নবর্ণ, মুসলিম, দলিত ও অন্যান্য নির্যাতিত-নিপীড়িত সম্প্রদায়ের উপর ঘৃণা-বিদ্বেষের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। জাতি ধর্মবর্ণ নির্বিশেষে দেশের আপামর জনগণকে মানবীয় মর্যাদা রক্ষা করতে এগিয়ে আসতে হবে।
0 Comments