সাপ্তাহিক নতুন গতি পত্রিকার বার্ষিক সাহিত্য সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, দি বেঙ্গল মিরর, কলকাতাঃ সাপ্তাহিক নতুন গতি পত্রিকার ২০ তম বার্ষিক সাহিত্য সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের বাংলাভাষী সাহিত্যানুরাগী মানুষের উপস্থিতিতে যেন চাঁদের হাট বসলো মুসলিম ইন্সটিটিউট হলে। গতকাল ১৭ ডিসেম্বর রবিবাসরীয় বিকেলে বার্ষিক সাহিত্য সম্মেলনের প্রথম দিনে মুলত সাহিত্য, সমাজসেবা ও লিটিল ম্যাগাজিন প্রকাশনার স্বীকৃতি স্বরুপ বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়। কোরআন পাঠের মাধ্যমে অনুষ্টানের শুভ সূচনা হয়, পাঠ করেন মাওলানা সফিউল্লাহ মল্লিক। এবছর সাহিত্য সম্মাননা ও আর্থিক মূল্য সহ পুরস্কৃত হলেন কবি সুবোধ সরকার, প্রাবন্ধিক ড. ইমানুল হক, কবি একরাম আলি ও বাংলাদেশের বিশিষ্ট প্রাবন্ধিক ড. ওয়াকিল আহমেদ।
সমাজসেবার জন্য রহিমা খাতুন, মসিউর রহমান, শহীদুল ইসলাম মন্ডল, মহ. ফজলুর রহমান, জনাব আলি মোল্লা, সেখ সিরাজুদ্দীন আহমেদ, শেখ আলতাফউদ্দীন সরকার। অন্যদিকে লিটিল ম্যাগাজিন পুরস্কার প্রাপকরা হলেন, 'পরিকথা'-র সম্পাদক দেবব্রত চট্টোপাধ্যায় ও 'লাল পরি নীল পরি' -র সম্পাদিকা ড. আশরফি খাতুন।

গতকালের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত সাধক কবীর সুমন। প্রধান অতিথি হিসেবে সমাজসেবী মোস্তাক হোসেন, এছাড়াও গন্থাগার মন্ত্রী জনাব সিদ্দীকুল্লা চৌধুরী, সাংসদ ইদ্রিশ আলি । অনন্যা সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাহিত্যিক আব্দুর রাকিব, ড. মীরাতুন নাহার, ড. সাইফুল্লা, ডা. এম. নুরুজ্জামান, সমাজসেবী সাবির আহমেদ চৌধুরী, খাদেমুল ইসলাম প্রমুখ । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুজতবা আল মামুন ও আসাদুল ইসলাম। মানপত্র পাঠ করেন শিক্ষিকা রুবাই বানু।
  এদিকে আজ সোমবার নতুন গতি পত্রিকার ২০ তম বার্ষিক সাহিত্য সম্মেলনের দ্বিতীয় দিনেও বিশিষ্টজনেদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। সুরঞ্জন মিদ্দে, আব্দুর রউফ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন নওসাদ মল্লিক, আফরোজা বেগম, বেগম সুরাইয়া কামাল, সমাপিকা সিংহ রায়, রফিকুন হাসান, রণজিৎ হালদার, ড. আশরফী খাতুন প্রমুখ।
এছাড়াও বেগম রোকেয়া-কে নিয়ে আনজুম মুনিরের গান, আব্দুর রউফ, সেখ জাকির হোসেন, সুবিদ আব্দুল্লাহ, সুবর্ণ কাজী কন্ঠে গান উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। 

Post a Comment

0 Comments