মৈত্রেয়ী মন্ডলের কবিতা "যাপন"

যাপন
-মৈত্রেয়ী মন্ডল

দিনের শেষে আঁধার নামে
শহরতলির খাঁজে ভাঁজে,
আধপোড়া সব ইচ্ছেগুলো
রাতের তারায় শব্দ খোঁজে।

সেই তারাতে চোখ রেখে
দিনযাপনের গল্পগুলো,
চায় মেলাতে হিসাব শুধু
সাক্ষী থাকে সময়গুলো।।

Post a Comment

0 Comments