উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদকে "প্রতিচ্ছবি সাহিত্য সম্মান"

বিশেষ সংবাদদাতা, দি বেঙ্গল মিরর, কলকাতাঃ ‘প্রতিচ্ছবি’ পত্রিকার পক্ষ থেকে আজ ‘প্রতিচ্ছবি সাহিত্য সম্মান’ প্রদান করা হল বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফারুক আহমেদকে। ‘প্রতিচ্ছবি’ পত্রিকা প্রতি বছর এই সাহিত্য সম্মান ও সংবর্ধনা দিয়ে আসছে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য। 'প্রতিচ্ছবি' পত্রিকার পক্ষ সম্পাদক কবিরুল ইসলাম কঙ্ক আজ ২৪ ডিসেম্বর ২০১৭ বিকেলে বেলডাঙ্গার এস আর এফ কলেজ মাঠে ‘বেলডাঙ্গা বইমেলা’র মুক্তমঞ্চে এই সাহিত্য সম্মান তুলে দিলেন 'উদার আকাশ' পত্রিকার সম্পাদক ও কবি-সাহিত্যিক ফারুক আহমেদের হাতে। কবি ফারুক আহমেদকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র, স্মারক এবং কিছু মূল্যবান গ্রন্থ তুলে দিয়ে সম্মান জানানো হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নিখিল কুমার সরকার, সমীরণ ঘোষ, নীহার রঞ্জন আদক, সামিম আখতার খান প্রমুখ।
   প্রসঙ্গত উল্লেখ্য, ফারুক আহমেদ গ্রাম বাংলার এক অনন্য প্রতিভা। বিগত ২১ বছর সাহিত্য চর্চার সাথে সাথে সম্পাদনা ও প্রকাশনা জগতেও সুনাম কুড়িয়েছেন তিনি। তাঁর 'উদার আকাশ' প্রকাশন থেকে প্রায় ৭৭টি গবেষণামূলক ও সাহিত্য বিষয়ক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি আগেও বহু সম্মানে ভূষিত হয়েছেন।  'প্রতিচ্ছবি' পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম কঙ্ক জানান,‘যারা দীর্ঘদিন ধরে নীরবে সাহিত্যচর্চা করছেন, অথচ প্রচারের বাইরে আছেন, তাঁদের সামনের সারিতে তুলে আনার জন্যই এই সাহিত্য সম্মান প্রদান করে আসছি বিগত দশ বছর ধরে। ২০০২ সালে টিফিনের পয়সা বাঁচিয়ে ফারুক আআহমেদ প্রথম পত্রিকা প্রকাশ করেন 'উদার আকাশ'। বাংলার গ্রামে-গঞ্জে এমন ব্যাঙের ছাতার মতো বহু পত্রিকার জন্মের পর সুতিকা-গৃহেই মৃত্যু হয়। মূলত: অর্থাভাবে। কিন্তু এমন ব্যতিক্রম দেখা যায় না। কিন্তু উদার আকাশ আজও মধ্যগগনে উজ্জ্বল ।সাহিত্যক আফসার আমেদ এর বঙ্কিম পুরস্কার (২০০৬)প্রাপ্ত উপন্যাস এখান থেকেই প্রকাশিত হয়েছিল। ২০১১ ও ২০১২ সালে পশ্চিমবঙ্গ ছোটো পত্রিকা সমন্বয় সমিতি উদার আকাশকে শ্রেষ্ঠ শারদ সংখ্যা নির্বাচিত করে। ২০১২ সালে লিটল ম্যাগাজিন বিভাগে "উদার আকাশ" 'নতুন গতি' পুরস্কার পায়। অল ইন্ডিয়া ইমাম-মুয়াজ্জিন এণ্ড সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা দিয়ে সসম্মানিত করা হয়, সারা বাংলা ইমাম মুয়াজ্জিন সংগঠোনের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে ২০১৬ সালে সাহিত্যিক ও সাংবাদিক ফারুক আহমেদকে সংবর্ধনা জ্ঞাপন করে। বারাসত রবীন্দ্রভবনে কথামালা আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব ২০১৭-র অনুষ্ঠানে ফারুক আহমেদকে 'কথামালা ভারত-বাংলাদেশ মৈত্রী সম্মাননা' প্রদান করা হয়। অল ইন্ডিয়া এস সি এণ্ড এস টি রেলওয়ে এমপ্লয়িজ এসোসিয়েশন তাঁদের নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এনুয়াল জেনারেল মিটিং-এ ফারুক আহমেদকে সম্মাননা জ্ঞাপন করে ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর।  নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ কবি ফারুক আহমেদকে ২০১৭ সালে "চর্যাপদ" পুরস্কার দিয়ে সসম্মানিত করে। এছাড়াও ফারুক বহু পুরস্কার পেয়েছেন। ফারুক আহমেদের পিত-মাতা, পরিবার ও মূল্যবান দীপ্তিময় তারার অনুপ্রেরণাতেই সাহিত্য আকাশে সে বিরল প্রতিভাদের মধ্যে এক অচেনা আকাশ ও অন্যতম।

Post a Comment

0 Comments