নিজস্ব সংবাদদাতা, দি বেঙ্গল মিরর, কলকাতাঃ গতকাল রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জোড়া সোনার মেডেল পেল ফ্রন্টপেজ অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র ইরফান হাবিব। প্রসঙ্গত উল্লেখ্য, ইরফান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিষয়ে প্রথম হয়েছে, আবার বিজ্ঞান বিভাগেও সর্বোচ্চ স্থান অধিকার করেছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ইরফানের হাতে জোড়া স্বর্ণ পদক তুলে দেন । ইরফানের এই সাফল্যে বেজায় খুশি ফ্রন্টপেজ আকাডেমির সকলেই। অ্যাকাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান ইরফানকে প্রাণভরা শুভেচ্ছা জানিয়েছেন। ইরফান হাবিবও আপ্লুত । মুহাম্মাদ ইরফান হাবিব মাধ্যমিক পরীক্ষায় ৯০.৬ উচ্চ মাধ্যমিকে ৯১.২ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এ ৯৩ শতাংশ নম্বর পেয়ে গণিত বিভাগের পাশাপাশি বিজ্ঞান বিভাগের সর্বোচ্চ নম্বর প্রাপক। হাবিব বর্তমানে গ্রামের গরিব ছেলেমেয়েদের বিনামূল্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত গণিত পড়ান। ভবিষ্যতে মানুষের পাশে থাকার কথাও বলেন।
0 Comments