ফেসবুকে এবার আধার! ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের প্রশ্ন উঠছে

দি বেঙ্গল মিরর ডেস্ক, কলকাতাঃ হ্যাঁ এমনটাই গুঞ্জন । শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যানকার্ড বা মোবাইল নম্বর নয়। এবার থেকে ফেসবুকে লগ ইন করতেও লাগবে আধার নম্বর। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফেসবুক। তবে নিছক আতঙ্কিত বা বিরক্ত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। আপাতত এই নিয়ম বাধ্যতামূলক নয়। পরীক্ষামূলক ভাবে এটা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইলে যাঁরা ফেসবুক লগ ইন করবেন তাঁদের ক্ষেত্রে জানতে চাওয়া হবে আধার নম্বর। এবং যারা নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাইবেন তাঁদেরকে বলা হবে আধার কার্ডে দেওয়া নাম দিতে। সংস্থার দাবি ফেক অ্যাকাউন্ট রুখতেই এই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রায় ২৪০ মিলিয়ন গ্রাহক রয়েছে। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যায় আমেরিকার পরে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ফলে নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত বলেও খবর। সংস্থার দাবি, তাঁরা চান যে নামে মানুষের পরিচিতি সেই নামেই ফেসবুকে অ্যাকাউন্ট থাক। কারণ তাহলে ফেসবুকের মূল উদ্দেশ্য সহজেই তাঁর আত্মীয়, পরিজন, বন্ধুদের সঙ্গে সংযোগ করে দেওয়া পূরণ হবে। অনেকেই অভিযোগ তুলেছেন, এতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হবে। তবে আশার কথা বাধ্যতামূলক করা হয়নি।

Post a Comment

0 Comments