বড়সড় ভাঙনের মুখে বিজেপি! কৃর্তি আযাদ, শত্রুঘ্ন সিনহা সহ ৪০ জনের কংগ্রেসে যোগদানের জল্পনা

দি বেঙ্গল মিরর ডেস্ক, কলকাতাঃ গুজব নাকি সত্যি সময়ই বলবে। তবে বড়সড় ভাঙনের মুখে বিজেপি বলে খবর। একটি সূত্রের খবর শত্রুঘ্ন সিনহা, কৃর্তি আযাদ সহ প্রায় প্রথম সারির ৪০ জন নেতা ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দিতে চলেছে। একটি সংবাদ সংস্থার মতে এটাই নাকি সত্যি। যদি আশংকা বাস্তবে পরিনত হয় তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি যে মহা সঙ্কটে পড়বে একথা বিলক্ষণ জানেন ভারতী জনতা পার্টির নেতৃত্ব। বিরোধী দল কংগ্রেস, বাম, তৃণমূল প্রভৃতির নেতারা বারবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে মুখর হয়েছেন । তবে কি এবার খুদ বিজেপির মধ্যেও নরেন্দ্র মোদীর স্নায়ুর চাপ বাড়াতে বিক্ষুব্ধদের এই নাটক। নাকি সত্যি সত্যিই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র রুখে দিতে এবং গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে পুনরুদ্ধার করতে শত্রুঘ্ন সিনহা সহ ৪০ জনের দল কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চাইছেন। আখলাক, জুনাইদ, রোহিত ভেমুলা, আফরাজুল, হেমন্ত রায়ের পর মধু সরকার দেশে যেন হিংসার বলি নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে । এরই প্রতিবাদে কি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে কৃর্তি আযাদ বা শত্রুঘ্ন সিনহা সহ ৪০ জন বিজেপির প্রথম সারির নেতা। সময় বলবে জল্পনা নাকি সত্যি।

Post a Comment

0 Comments