নিজস্ব সংবাদদাতা, দি বেঙ্গল মিরর, মালদহঃ দেশে ক্রমশই যেন বেড়ে চলেছে নারী ও শিশু নির্যাতন। যেসব ঘটনা টিভি, খবরের কাগজে আমরা দেখছি তাতে আরও একটি ঘটনা যোগ হল। গত 27-12-17 মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভৈরব পুর গ্রামে একটি ১০ বছরের শিশুকে চোখ উঠিয়ে নির্মম ভাবে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ॥এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এরকম নির্মম হত্যা কান্ড চলতি মাসে বেশ কয়েকটি ঘটেছে বলে খবর। সেখানকার মানুষের দাবি, যদি অপরাধীরা তাদের কুকর্মের চরম শাস্তি পেতো , দু-চার দিন পর জেল থেকে ছাড়া না পেয়ে যেতো! তবে এরকম নির্মম হত্যা কান্ড ঘটাতে কারো সাহস হতো না। ইদানিং মদ, জুয়া বেড়েছে বলে অভিযোগ। ফলে নারী ও শিশুদের টার্গেট করছে অপরাধীরা। চাঁচল মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে। অপরাধীদের রেয়াত করা হবে না। এদিকে মৃত শিশুর বাবা দ্রুত অপরাধীদের ধরে ফাঁসির দাবি করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ছোট মেয়েটি একটি প্রাথমিক স্কুলের ছাত্রী। গত বুধবার মায়ের সাথে জ্বালানি সংগ্রহ করতে যায়। দুজনে ফিরেও আসে। পরে মেয়েটি মাকে ছাড়াই নিজে যায়। তারপর আর ফিরে আসেনি। চারিদিকে খোঁজ খবর নেয়া শুরু হয়। অবশেষে পরদিন বাড়ির পাশে নদীর ধারে চোখ উপড়ানো মৃত অবস্থায় পাওয়া যায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা বাধা দেয়। তাদের দাবি পুলিশের গাছাড়া মনোভাবের জন্য অপরাধীদের এই দৌরাত্ম্য। পরে পুলিশ অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ গতকাল ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আজও এলাকায় শোকের ছায়া। অন্যান্য অভিভাবকদের মনে আতঙ্কের কালো মেঘ।
0 Comments