আবারও বাঙালি শ্রমিক কে নিশংস ভাবে হত্যার করা হল, এবার কেরলে

বিশেষ প্রতিবেদন, দি বেঙ্গল মিরর, কলকাতাঃ লাভ জেহাদের মিথ্যা অজুহাতে কুপিয়ে ও পুড়িয়ে মারা হয় মালদহের বাসিন্দা ৪৬ বছরের আফরাজুল কে। বিবেকবান বাঙালি এখনও শোকে মুহ্যমান। দোষীদের চরম শাস্তির দাবিতে সরব মানবাধিকার কর্মীরা। এমন সময় আবার নৃশংস হত্যা। তবে এবার কেরলে।
আমাদের রাজ্যের বাঁকুড়ার বাসিন্দা হেমন্ত রায় কেরলে মোটর মেকানিকের কাজ করতো। তাঁর গলার নলি কেটে নৃশংসভাবে হত্যা করা হলো। তাঁর বাড়ির লোকের বয়ান - কয়েকদিন আগে হেমন্ত ফোন করে জানায়, এখানে বাঙালীদের প্রতি অত্যাচার করা হচ্ছে, অনেকেই বাড়ি ফিরে যাচ্ছে। বাড়ি ফিরে আসবে বটে তবে মরা লাশ হয়ে।  হেমন্ত রায়ের এই অকাল মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। হেমন্ত রায়ের জঘন্য হত্যাকাণ্ডের তীব্র ধিক্কার জানাচ্ছেন বুদ্ধিজীবী মহল । তাদের দাবি, বন্ধ হোক এই প্রাদেশিকতাবাদ, বন্ধ হোক ঘৃণ্য সাম্প্রদায়িকতা।

Post a Comment

0 Comments