দি বেঙ্গল মিরর ডেস্ক, কলকাতাঃ গুজরাত নির্বাচন কী প্রহসনে পরিনত হতে চলেছে নাকি মূখোশ খুলে যাওয়ার সম্ভাবনা ভোটের ফলাফলে? এমন কানাঘুসো শোনা যাচ্ছে কিছুদিন থেকে। সোস্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই এবার কি EVM এর ঘাপলাবাজী সামনে আসবে?
একটি সূত্রের খবর গুজরাটের ভোট গণনার বিষয়ে কংগ্রেস মাননীয় সুপ্রীম কোর্টের কাছে একটি আবেদন করেছে। আবেদন অন্তত ২৫% EVM এর ভোট গণনা VVPAD এর স্লিপের সাথে যেন মিলিয়ে দেখা হয়। প্রকৃতপক্ষে ভোটদাতা এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও দলগুলিকে সন্তোষজনক প্রামাণ্য তথ্য-প্রমাণ সহযোগে আশ্বস্ত করার দায়দায়ীত্ব নির্বাচন কমিশনের । তাই কংগ্রেসের এই দাবী যথেষ্ট যুক্তিপূর্ণ ও সময়োচিত একথা বলা বাহুল্য। গনতন্ত্র প্রিয় মানুষের আশা উচ্চ ন্যায়ালয় কংগ্রেসের আবেদনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। একটা কথা, VVPAD এর সাথে EVM এর ফলাফল না মিললে সর্ষের মধ্যে ভূত ( 👺) আছে একথা বলাই যায়। যদি তাই হয় অর্থাৎ EVM এ গলদ থাকে তবে আগামীতে EVM এ ভোট করা বন্ধ করতে হবে।
বিজ্ঞাপন)
একটি সূত্রের খবর গুজরাটের ভোট গণনার বিষয়ে কংগ্রেস মাননীয় সুপ্রীম কোর্টের কাছে একটি আবেদন করেছে। আবেদন অন্তত ২৫% EVM এর ভোট গণনা VVPAD এর স্লিপের সাথে যেন মিলিয়ে দেখা হয়। প্রকৃতপক্ষে ভোটদাতা এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও দলগুলিকে সন্তোষজনক প্রামাণ্য তথ্য-প্রমাণ সহযোগে আশ্বস্ত করার দায়দায়ীত্ব নির্বাচন কমিশনের । তাই কংগ্রেসের এই দাবী যথেষ্ট যুক্তিপূর্ণ ও সময়োচিত একথা বলা বাহুল্য। গনতন্ত্র প্রিয় মানুষের আশা উচ্চ ন্যায়ালয় কংগ্রেসের আবেদনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। একটা কথা, VVPAD এর সাথে EVM এর ফলাফল না মিললে সর্ষের মধ্যে ভূত ( 👺) আছে একথা বলাই যায়। যদি তাই হয় অর্থাৎ EVM এ গলদ থাকে তবে আগামীতে EVM এ ভোট করা বন্ধ করতে হবে।
বিজ্ঞাপন)
0 Comments