আফরাজুল হত্যার প্রতিবাদে মালদহে শান্তি মিছিল

মহিদুল ইসলাম, মালদহঃ ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে ঠিকা শ্রমিক আফরাজুল কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলো মালদহের মানিকচক বাসী। আজকের এই শান্তি মিছিলে সামিল হয়েছিলেন কয়েক হাজার সচেতন নাগরিক।নেতৃত্ব দেন জালালপুর এর সমাজসেবী রবিউল ইসলাম। মিছিলের দাবি অপরাধীর ফাঁসি হোক নইলে দেশে কখনো গো রক্ষা বা লাভ জেহাদের মিথ্যা অজুহাতে মানুষ খুন বন্ধ হবে না। সরকারের তরফে আইনানুগ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন মিছিলে অংশগ্রহণকারীরা। তাদের দাবি এটা শুধু আফরাজুল হত্যা নয় মানবজাতিকে হত্যার সামিল। এটা সংবিধানে কুঠারাঘাত হেনেছে। আজ সন্ধ্যা ছটায় মানিকচক পাওয়ার হাউস মোড় থেকে মানিকচক বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিলে একটাই সুর শাস্তি দিতে হবে অপরাধীদের।

Post a Comment

0 Comments