নিজস্ব সংবাদদাতা, দি বেঙ্গল মিরর, নদীয়াঃ নারীশিক্ষা ও নারী ক্ষমতায়নের পথিকৃৎ মহীয়সী রোকেয়া সখাওয়াত হোসেনের ১৩৭ তম জন্মজয়ন্তী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে “উদার আকাশ ও বইমেলা লিটল ম্যাগাজিন সাব কমিটি" আজ শনিবার কল্যাণী বইমেলায় এই অনুষ্ঠানটি হলে জানিয়েছেন কর্মকর্তারা। সাহিত্য ও গবেষণা ধর্মী পত্রিকা “উদার আকাশ” এর উদ্যোগে রোকেয়া সখাওয়াত হোসেন-এর স্মরণ অনুষ্ঠান ২১তম কল্যাণী বইমেলায় বিকেল ৪ টের সময় শুভ সূচনা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, উদার আকাশ একটি প্রকাশনা সংস্থাও বটে। আমাদের প্রতিনিধি কে "উদার আকাশ" পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ জানান, রোকেয়া সখাওয়াত হোসেনকে নিয়ে আলোচনা, কবিতা পাঠ, সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পীরা। রোকেয়ার জীবন ও কর্ম সম্পর্কিত আলোচনায় ও কবিতাপাঠে অংশ নেবেন ড. শৈবাল চট্টোপাধ্যায়, ড. পিনাকী চট্টোপাধ্যায়, ড. সাইফুল্লা, চৈতন্য দাশ, সমীরণ পাল, দিলীপ পাল, শিবশংকর পাল, জালালউদ্দিন আহমেদ, দেবজ্যোতি কর্মকার ও অন্যান্যরা।
0 Comments