২০১৪ সালে কেন্দ্রে মহা ঘূমধাম করে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। ভিএইচপি ঘোষণা করে, সারা দেশ থেকে পাথর সংগ্রহ করে রাম মন্দির তৈরি করা হবে। এবং তাতে বিজেপি সরকারের সায় রয়েছে। কয়েকমাস পরে ২ লরি পাথর বিতর্কিত জমিতে নিয়ে আসা হয়। এতে বাধা দেয় তৎকালীন উত্তরপ্রদেশে ক্ষমতায় থাকা অখিলেশ যাদবের সরকার। এভাবে রাম মন্দির তৈরি করা যাবে না বলে তারা জানায়। ২০১৭ সাল
১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসকাণ্ডে লালকৃষ্ণ আদবানি ও অন্য হিন্দু নেতাদের নামে চার্জশিট সরানো যাবে না বলে সুপ্রিম কোর্ট জানায়। এই ধরনের সংবেদনশীল মামলা আদালতের বাইরে মেটানোর বিষয়ে পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। এরপর ফের অন্য শুনানিতে সিবিআইয়ের আবেদন মেনে আদবানি সহ বাকীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের চার্জশিট গঠনের পরামর্শ দিয়েছে আদালত।৫ ডিসেম্বর মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির দিন ছিল কিন্তু আবার পরবর্তী শুনানি ৮ ফেব্রুয়ারি,২০১৮ করা হল
বিতর্কের শেষ নেই
মাঝখানে সারা বিশ্বে ভারতের গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিতে কালি লেপন করে এক শ্রেণীর উগ্র ফ্যাসিবাদী শক্তি দিনের পর দিন উন্নয়নকে বুড়ো আঙুল দেখিয়ে মন্দির মসজিদ রাজনীতি করে দেশে মানুষের সংখ্যা কমিয়ে হিন্দু মুসলমানের সংখ্যা বাড়িয়ে চলেছে।যার শেষ কবে হবে সেই আশায় গনতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, শান্তিপ্রীয় আপামর ভারতবাসি। (দ্বিতীয় পর্ব, শেষ পর্ব) পূর্বের াংআংপড়তে ক্লিক করুন https://m.facebook.com/story.php?story_fbid=529345597429581&id=459053061125502
১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসকাণ্ডে লালকৃষ্ণ আদবানি ও অন্য হিন্দু নেতাদের নামে চার্জশিট সরানো যাবে না বলে সুপ্রিম কোর্ট জানায়। এই ধরনের সংবেদনশীল মামলা আদালতের বাইরে মেটানোর বিষয়ে পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। এরপর ফের অন্য শুনানিতে সিবিআইয়ের আবেদন মেনে আদবানি সহ বাকীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের চার্জশিট গঠনের পরামর্শ দিয়েছে আদালত।৫ ডিসেম্বর মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির দিন ছিল কিন্তু আবার পরবর্তী শুনানি ৮ ফেব্রুয়ারি,২০১৮ করা হল
বিতর্কের শেষ নেই
মাঝখানে সারা বিশ্বে ভারতের গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিতে কালি লেপন করে এক শ্রেণীর উগ্র ফ্যাসিবাদী শক্তি দিনের পর দিন উন্নয়নকে বুড়ো আঙুল দেখিয়ে মন্দির মসজিদ রাজনীতি করে দেশে মানুষের সংখ্যা কমিয়ে হিন্দু মুসলমানের সংখ্যা বাড়িয়ে চলেছে।যার শেষ কবে হবে সেই আশায় গনতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, শান্তিপ্রীয় আপামর ভারতবাসি। (দ্বিতীয় পর্ব, শেষ পর্ব) পূর্বের াংআংপড়তে ক্লিক করুন https://m.facebook.com/story.php?story_fbid=529345597429581&id=459053061125502
0 Comments