বেঙ্গল
মিরর ডেস্ক, ২৬ নভেম্বরঃ আচমকা জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইরাক-ইরান সীমান্ত। ভূতত্ত্ববিদরা
জানাচ্ছেন রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। ভূমিকম্পে ভেঙে পড়েছে বহু বাড়ি। আহত হয়েছেন প্রায় ৩৬১ জন। মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে
খবর, কম্পনের উপকেন্দ্র ছিল পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশের ইলাম শহরের উত্তর-পশ্চিমে ভূমি থেকে ৬৫ কিমি গভীরে। সারপোল-ই-জাহাব ও কাসর-ই-শিরিনে বেশ কয়েকটি বাড়ি ও দেওয়াল ভেঙে পড়েছে। প্রবল কম্পনে আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। কয়েকটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে।
ছবি প্রতীকী |
0 Comments