এশিয়ার দ্রুততম সাইকেলিস্টের খেতাব জয় বেদাঙ্গি কুলকার্নির

বেঙ্গল মিরর ডেস্ক, কলকাতাঃ কবি নজরুল বলেছিলেন, "বিশ্বে যা কিছু অমর সৃষ্টি চির কল্যানকর/ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর" হ্যাঁ এখন নারী পুরুষ ভেদাভেদ কমছে। মেয়েরাও তুলে ধরছে নিজেদের মেধা শক্তি আর দক্ষতা। মেরি কম হোক বা সাইনা এখন নারী শক্তির জয়জয়কার। সেই ধারায় আরও একটি পালক যুক্ত  হল। প্রসঙ্গত ভারতীয় মহিলা সাইকেলিস্ট বেদাঙ্গি কুলকার্নি এশিয়ার দ্রুততম সাইকেলিস্টের খেতাব জয় করলেন সম্প্রতি । মহারাষ্ট্রের পুনের নাগদি অঞ্চলের বাসিন্দা বছর কুড়ির বেদাঙ্গি ২৯ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে কলকাতায় পৌঁছেছেন রবিবার। বেদাঙ্গি সংবাদসংস্থাকে জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে ১৫৯ দিনে মোট ১৪টি দেশ অতিক্রম করেছেন।  উল্লেখ্য, গত জুলাই মাসে অস্ট্রেলিয়ার পার্থ থেকে যাত্রা শুরু করেন বেদাঙ্গি। এখন রেকর্ড গড়ার জন্য তিনি এখন পুনরায় অস্ট্রেলিয়া ফিরে যাবেন। এ বছর ৩৮ বছর বয়সী ব্রিটেনের জেনি গ্রাহাম ১২৪ দিনে সাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমণের সুবাদে বিশ্বের দ্রুততম মহিলা সাইকেলিস্টের খেতাব জয় করেন। আর এদিকে বেদাঙ্গি এশিয়ার দ্রুততম সাইকেলিস্টের খেতাব জয় করলেন।
(Photo source: indianews.com) 

Post a Comment

0 Comments