কন্যাশ্রী ছিলই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাঠ্যক্রমে

বিশেষ প্রতিবেদন, বেঙ্গল মিরর, কলকাতাঃ তিনি ছবি আঁকেন গানও বাঁধেন। পুজো পাঠ থেকে নামায সবেতেই আছেন। তবে সিলেবাসে কেন নয়? হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী শিক্ষাবর্ষে সিলেবাসে আসছেন এমনটাই খবর। খবরে প্রকাশ পথনিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কবিতা লিখেছেন। রাজ্যের স্কুল সিলেবাসে সেই কবিতা অন্তর্ভুক্ত করা হচ্ছে শীঘ্রই । আগামী শিক্ষাবর্ষ থেকে মমতার কবিতা পড়ানো হবে খবর। একটি সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, স্কুলশিক্ষা দপ্তরের এক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন, “প্রতিষ্ঠাতাকে বাদ দিয়ে প্রতিষ্ঠান চলতে পারে না। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রতিষ্ঠাতা মুখ্যমন্ত্রী। তাই তাঁর কবিতা স্কুলপাঠ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”  প্রসঙ্গত প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পথনিরাপত্তা বিষয়টি শেখানোর উপর জোর দিয়েছে সরকার। ক্লাসে ছবি আঁকা থেকে নাটকে অভিনয় ইত্যাদির মাধ্যমে রাস্তায় নেমে এবার সচেতনতার পাঠ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। শিক্ষকদের কাছে নির্দেশ যাচ্ছে যাতে স্থানীয় থানার সহায়তায় স্কুলে স্কুলে পথ নিরাপত্তা বিষয়ে ক্লাস নেয়  পুলিশ। পড়ুয়াদের মধ্যে পথ নিরাপত্তার কথা ছড়িয়ে দিতে সব বন্দোবস্ত করবে প্রশাসন। বিকাশ ভবন সুত্রে খবর, মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের জন্য একটি বই তৈরি করেছে। নতুন বছরে এই বই সব জেলায় পাঠানো হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কবিতা আবৃত্তি শেখানোর নির্দেশও দেওয়া হয়েছে।

খবরে প্রকাশ, ১৭৬ পাতার ওই নির্দেশিকা বইয়ের ১৩৬ নম্বর পাতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা। ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের মুখ্যমন্ত্রীর কবিতা আবৃত্তি শেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখানে উল্লেখ, স্কুল পাঠ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে কন্যাশ্রী প্রকল্পের থিম সংগীতও থাকবে।
প্রতীকী ছবি সৌজন্যে: দ্য লাইভ মিরর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাটি নিম্নরুপ:-


সেফ সেফ সেফ ড্রাইভ, সেভ সেভ সেভ লাইফ।
সাবধান সাবধান সাবধান।
গাড়ি-ঘোড়া সব আস্তে চালান,
মানুষের জীবন আপনি বাঁচান।
হলুদ আলোতে রেডি হয়ে যান,
সবুজ আলোতে আস্তে চালান,
আপনারই হাতে আছে মানুষের প্রাণ।
লালবাতি দেখে তাই গাড়ি থামান,
একে অন্যের প্রাণ বাঁচান।
নিজে বাঁচুন অপরকে বাঁচান।
সেফ সেফ সেফ ড্রাইভ, সেভ সেভ সেভ লাইফ।
সিগন্যাল ভেঙে গাড়ি চালাবেন না,
হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না,
আপনার হাতে মানুষের প্রাণ
নিয়মটা মেনে তাই গাড়ি চালান।
তাড়াহুড়ো রেষারেষি করবেন না।
একে অন্যকে মারবেন না
সেফ সেফ সেফ ড্রাইভ, সেভ সেভ সেভ লাইফ।
প্রাণ বাঁচান প্রাণ বাঁচান।
নিজে বাঁচুন, অপরকে বাঁচান।

Post a Comment

0 Comments