বিশেষ প্রতিবেদন, হুগলিঃ এখন ডিসেম্বর। দিন যত গড়াচ্ছে নামছে পারদ। আর যারা অসহায়, ফুটপাথের বাসিন্দা তাদের দুর্ভোগ তো সীমাহীন। হ্যাঁ সেই সহায় সম্বলহীন মানুষদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ রাজ্যের মুসলিম ধর্মাবলম্বীদের ফুরফুরা শরিফের পীর সাহেবদের। প্রসঙ্গত তাদের উদ্যোগে রাজ্যের বিভিন্ন এলাকায় গত ২১ ডিসেম্বর থেকে উৎযাপিত হচ্ছে শীতবস্ত্র সপ্তাহ পালন কর্মসূচি। পীরজাদা মহাঃ আব্বাস সিদ্দিকীর শুভ উদ্যোগে সাড়া দিয়ে বিভিন্ন গ্রামের চলছে শীতবস্ত্র বিতরণ ।
সেই কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাতে জাঙ্গীপাড়া বাজার চত্বরে ফুটপাথবাসীদের শীতবস্ত্র পরিয়ে দেন কিছু যুবক। ওই মহতী কাজে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার রায় বাবু, হাসপাতালের চিকিৎসকেরা সমাজসেবী সামিম আলি মল্লিক,সেখ বাকিবিল্লাহ সহ অনেকে।
সেই কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাতে জাঙ্গীপাড়া বাজার চত্বরে ফুটপাথবাসীদের শীতবস্ত্র পরিয়ে দেন কিছু যুবক। ওই মহতী কাজে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার রায় বাবু, হাসপাতালের চিকিৎসকেরা সমাজসেবী সামিম আলি মল্লিক,সেখ বাকিবিল্লাহ সহ অনেকে।
ছবি: মহ আলাউদ্দিন |
0 Comments