প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন প্রয়াত

আসিফ রেজা আনসারী, কলকাতা, ২৪ ডিসেম্বরঃ বাম আমলের বাঘা নেতা। যার কথায় আলিমুদ্দিন থেকে মহাকরণ কাঁপত তিনি আজ আর নেই। বয়সের ভার আর জীবনের অনিবার্য পরিনতিতে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। রাজ্যের প্রাক্তন শিল্প ও বাণিজ্যমন্ত্রী নিরুপম সেন আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭২ বছর। সূত্রের খবর, আজ সকাল প্রায় ৫টা ১০ মিনিটে মাল্টি অরগ্যান ফেলিওর হওয়ায় তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। শুক্রবার থেকে অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে মৃত্যুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন তিনি।
আজ তাঁর মরদেহ প্রথমে হাসপাতাল থেকে সল্টলেকের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আগামীকাল পর্যন্ত পিস হেভেনে রাখা হবে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে বুধবার মরদেহ নিয়ে যাওয়া হবে বর্ধমান, সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। নিরুপম বাবুর মৃত্যুতে সিপিএম ও রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

Post a Comment

0 Comments