নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিররঃ না শতায়ু হলেন না। ৯৫ তেই থামল। বাংলা চলচ্চিত্র জগতের মহীরূহের মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমা প্রেমীরা। আজ সকাল সাড়ে দশটা নাগাদ পদ্মপুকুর রোডে নিজের বাসভবনেই চলচ্চিত্রকার মৃণাল সেনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।
মৃণাল সেনের জন্ম অবিভক্ত বাংলার ফরিদপুরে। সালটা ১৯২৩। তারপর কলকাতায় আসেন পড়াশোনার জন্য। পদার্থবিদ্যার ছাত্র হলেও মৃণাল সেন সিনেমা জগতে আসেন। ১৯৫৫ সালে ‘রাত ভোরে’ ছবির পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ। পরবর্তী কালে ১৯৬০ সালের ‘বাইশে শ্রাবণ’ ছবির পরিচালনার মাধ্যমে নিজস্ব নির্মাণশৈলী ও স্বকীয় ধারার প্রবর্তন পরপর ‘ভুবন সোম’ (১৯৬৯), ‘কোরাস’(১৯৭৪), ‘মৃগয়া’ (১৯৭৬) প্রভৃতি ছবি বাংলা চলচ্চিত্রের মোড় বদলে দেয়।
জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পেয়েছেন অগণিত পুরস্কার ও সম্মান।
বিস্তারিত আসছে......
মৃণাল সেনের জন্ম অবিভক্ত বাংলার ফরিদপুরে। সালটা ১৯২৩। তারপর কলকাতায় আসেন পড়াশোনার জন্য। পদার্থবিদ্যার ছাত্র হলেও মৃণাল সেন সিনেমা জগতে আসেন। ১৯৫৫ সালে ‘রাত ভোরে’ ছবির পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ। পরবর্তী কালে ১৯৬০ সালের ‘বাইশে শ্রাবণ’ ছবির পরিচালনার মাধ্যমে নিজস্ব নির্মাণশৈলী ও স্বকীয় ধারার প্রবর্তন পরপর ‘ভুবন সোম’ (১৯৬৯), ‘কোরাস’(১৯৭৪), ‘মৃগয়া’ (১৯৭৬) প্রভৃতি ছবি বাংলা চলচ্চিত্রের মোড় বদলে দেয়।
জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পেয়েছেন অগণিত পুরস্কার ও সম্মান।
Photo credit: hindustanTimes |
বিস্তারিত আসছে......
0 Comments