হকিতে ড্র করল ভারত; শনিবার পরবর্তী খেলা কানাডার সাথে

বেঙ্গল মিরর ডেস্কঃ ভুবনেশ্বরে আয়োজিত পুরুষ হকি বিশ্ব কাপে গতকাল ভারত ও বেলজিয়ামের মধ্যে খেলাটি ২-২'এ ড্র হয়েছে। প্রসঙ্গত ভারতের পক্ষে দুটি গোল করেছেন হরমনপ্রীত সিং এবং সিমরনজিৎ সিং। অন্যদিকে বেলজিয়ামের দুটি গোল করেছেন আলেকজান্ডার হেনড্রিক এবং সাইমন। এই ড্র-এর ফলে ভারত ও বেলজিয়াম ৪ পয়েন্ট পেল। চার দলের পুল- সি'তে আয়োজক দেশ ভারত গোলের সুবাদে শীর্ষ স্থানে রয়েছে। বেলজিয়াম রইল দ্বিতীয় স্থানে। আগামী শনিবার ভারত তৃতীয় ম্যাচটি খেলবে কানাডার বিরুদ্ধে আর বেলজিয়াম খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গ্রূপ-সি'র খেলায় দক্ষিণ আফ্রিকা ও কানাডার মধ্যে খেলাটিও গতকাল ড্র হয়েছে।

Post a Comment

0 Comments