বেঙ্গল মিরর ডেস্ক, কলকাতাঃ ওড়িশার ভুবনেস্বরে অনুষ্ঠিত হচ্ছে পুরুষ হকি বিশ্বকাপ। আয়োজক দেশ ভারত বিদায় নিয়েছে অনেক আগেই। আজ ফাইনাল খেলা। ফাইনালে বেলজিয়াম ও নেদারল্যান্ডসের খেলা শুরু হচ্ছে আর কিছুক্ষন পর। সন্ধ্যা সাতটা নাগাদ লেখার সময়। প্রসঙ্গত প্রথম সেমিফাইনালে অলিম্পিকে রুপো জয়ী বেলজিয়াম ৬-০ তে ইংল্যান্ড ও দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডস পেনাল্টি তে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে। সেখানে ব্যবধানে ছিল ৪-৩। এবার কোন দল কাপ জেতে অপেক্ষা আর কিছুক্ষণ।
(symbolic photo by Wikipedia)
0 Comments