কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত এক

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিররঃ সুন্দরবন মানেই জল জঙ্গল আর বাঘ মানুষের লুকোচুরি খেলা। পেটের টানে মানুষ বাঘ কুমিরের ভয় তোয়াক্কা না করে কাঁকড়া ধরতে যান রোজ। পেটের দায়ে বাঘের পেটে যান, তবুও শুধুমাত্র বাঁচার তাগিদ! নিত্য-নৈমিত্তিক খেলায় হার মানল মধ্য বয়স্ক। সুন্দরবনের বেনিফেলি জঙ্গলে বাঘের হানা প্রাণ কাড়ল কানু ঘোষ (৪২) নামের ওই ব্যক্তির। মৃত ব্যক্তির বাড়ি কুলতলির গুরগুরিয়াতে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গতকাল পাঁচজনের একটি দলের সঙ্গে কাঁকড়া ধরতে যান তিনি। সেসময় হঠাৎই বাঘের হামলা! সঙ্গীরা বাঘটিকে তাড়ালেও তখন রক্তাক্ত কানু। আক্রান্তকে কুলতলির হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার ও বাঘের হানায় প্রাণ হারান গোসাবার দুলকি গ্রামের বাসিন্দা বছর ৪৫ এর দিলীপ মন্ডল।
Pic: Symbolic (Credit Weekly Science Quiz)

Post a Comment

0 Comments