জয়নগরে তৃণমূল কংগ্রেস বিধায়কের গাড়িকে লক্ষ্য করে হামলাঃ বোমা গুলিতে নিহত ৩

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ জয়নগরে স্থানীয় বিধায়কের গাড়িকে লক্ষ্য করে বোমা গুলি নিয়ে হামলা করে দুষ্কৃতীরা। ঘটনার কিছু আগেই বিধায়ক বিশ্বনাথ দাস পার্টি অফিস যাবার উদেশ্যে গাড়ি থেকে নেমে যান। বরাতজোরে তিনি বেঁচে গেলেও প্রাণ হারালেন স্থানীয় তৃণমূল নেতা সইফুদ্দিন খান (৩০), গাড়ির চালক এবং আরো একজন। বিশ্বনাথ বাবু বলেন, "আমিই টার্গেট ছিলাম, ভাগ্যের জোরে বেঁচে গেছি।" সূত্রের খবর, দুষ্কৃতীরা প্রথমে এলাকার একটি পেট্রল পাম্পের সামনে বোমাবাজি করে। তারপর বিধায়কের গাড়ি লক্ষ্য করে গুলি করে।
Image Credit : India dot com
বিশ্বনাথ দাস এই হামলার পিছনে বিরোধী দলের চক্রান্ত আছে বলে অভিযোগ করলে বিরোধীরা তৃণমূলের অন্দরের গোষ্ঠী-কোন্দলকেই দায়ী করেছেন। সিপিএমের বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, "জয়নগরবাসী এমন ঘটনা আগে ঘটতে দেখেনি। এখন এখানে জঙ্গলে রাজ চলছে।"

হামলার পরেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্তে নামলে ও এখন ও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

Image Credit : Telegraph




Post a Comment

0 Comments