বিভেদ রুখতে সম্প্রীতির অকাল রাখী-বন্ধন: বাংলা সংস্কৃতি মঞ্চের

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিররঃ সাম্প্রদায়িক সহিংসতা, ধর্মীয় বিভেদ এখন তুঙ্গে। না এ কোন রাজনৈতিক দলের বক্তব্য নয়, এ অভিযোগ সমাজকর্মী ও সংস্কৃতি কর্মীদের। বিজেপি মানুষের শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের বদলে ধর্মীয় জিগির তুলে ভোট রাজনীতির নোংরা খেলা খেলছে বলে কটাক্ষ করেন বাংলা সংস্কৃতি মঞ্চের সম্পাদক তন্ময় ঘোষ। হিন্দু মুসলিম বা শিখ পরিচয়ের বদলে মানুষ পরিচয়ে বাঁচুন আবেদন বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সহকারি অধ্যাপক সামিরুল ইসলামের। তার আরও বলেন, বাংলা তথা ভারতের চিরায়ত সংস্কৃতির পরিপন্থী কাজ করছে কিছু স্বার্থান্বেসী গোষ্ঠী। রাজ্যেও বিভেদ বিভাজনের মাধ্যমে মুল সমস্যা থেকে মানুষকে দূরে সরিয়ে নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করতে উঠেপড়ে লেগেছে বিজেপি।
বক্তব্য রাখছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুখলেসুর রহমান, পাশে অন্যান্যরা
প্রসঙ্গত গতকাল বিকেলে রানুছায়া মঞ্চে বিজেপির রথ রাজনীতির বিরুদ্ধে অকাল রাখী-বন্ধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা সংস্কৃতি মঞ্চ। লেখক কবি সাহিত্যিক ও সমাজকর্মীদের সাথে সাথে সাধারণ মানুষও অংশ নেন রাখী বন্ধনে। বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মুখলেসুর রহমান, শ্যাম মন্ডল, নাজিবর রহমান প্রমুখ।
(খুদের হাতে রাখী পরাচ্ছেন আইনজীবী তুহিন শবনম) 

Post a Comment

0 Comments