জয়পুর থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ : সুরক্ষিত যাত্রীরা

বেঙ্গল মিরর ডেস্কঃ ককপিট ও কেবিনে স্মোক এলার্টের জন্য একটি বিমান কলকাতা বিমান বন্দরে জরুরি অবতরণ করে। 6E-237 বিমানটি মঙ্গলবার জয়পুর থেকে কলকাতা আসছিলো। জরুরি অবতরণের পর ১৩৬ জন যাত্রীই সুরক্ষিত আছে বলে এয়ারলাইনস এর তরফ থেকে জানানো হয়েছে। পূর্ববর্তীতে A-320 বিমানে কোন যান্ত্রিক গোলযোগ ছিল না বলে ইন্ডিগো কতৃপক্ষ জানিয়েছে। এয়ারক্র্যাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো যান্ত্রিক গোলযোগ খুঁতিয়ে দেখছে। এয়ারলাইন এর তরফ থেকে টেকনিক্যাল তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে।
Image Credit : News Window (Representative)

Post a Comment

0 Comments