জয়পুর থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ : সুরক্ষিত যাত্রীরা
Tuesday, December 11, 2018
বেঙ্গল মিরর ডেস্কঃ ককপিট ও কেবিনে স্মোক এলার্টের জন্য একটি বিমান কলকাতা বিমান বন্দরে জরুরি অবতরণ করে। 6E-237 বিমানটি মঙ্গলবার জয়পুর থেকে কলকাতা আসছিলো। জরুরি অবতরণের পর ১৩৬ জন যাত্রীই সুরক্ষিত আছে বলে এয়ারলাইনস এর তরফ থেকে জানানো হয়েছে। পূর্ববর্তীতে A-320 বিমানে কোন যান্ত্রিক গোলযোগ ছিল না বলে ইন্ডিগো কতৃপক্ষ জানিয়েছে। এয়ারক্র্যাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো যান্ত্রিক গোলযোগ খুঁতিয়ে দেখছে। এয়ারলাইন এর তরফ থেকে টেকনিক্যাল তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে।
0 Comments