বেঙ্গল মিরর ডেস্কঃ সারা বছর ঘাম ঝড়িয়ে চাষ করেন চাষী। মাত্র ১ টাকা প্রতি কেজি পিঁয়াজের দাম উঠেছিল। রবিবার পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে মহারাষ্ট্রের নাসিক জেলার নিফাদ তেহসিলের সঞ্জয় সাথে নামক কৃষক এমনই কথা বলেন। তিনি বলেন "এই মরসুমে আমি ৭৫০ কেজি পিঁয়াজ উৎপাদন করেছি, এবং গত সপ্তাহে নিফাদ হোলসেল বাজারে তা বিক্রি করতে গেলে আমাকে ১ টাকা প্রতি কেজি দাম অফার করা হয়।" তিনি বলেন, "শেষমেশ আমি দাম দর করে মোটামুটি ১.৪ টাকা প্রতি কেজিতে বিক্রি করে ৭৫০ কেজি পিঁয়াজের জন্য ১০৬৪ টাকা দাম পাই।"
তিনি আরো বলেন, "৪ মাস ধরে কঠোর পরিশ্রম করে এত কম টাকা দর পেয়ে আমি মর্মাহত। সেই জন্য আমি সেই ১০৬৪ টাকা প্রধানমন্ত্রীর ডিসাস্টার রিলিফ ফান্ডে পাঠিয়ে দিয়েছি প্রতিবাদ স্বরূপ। মানি অর্ডারে পাঠাতে আমাকে অতিরিক্ত ৫৪ টাকা দিতে হয়েছে।" "আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। কিন্তু বর্তমান সরকারের আমাদের প্রতি উদাসীনতায় আমি ক্ষুব্ধ।"
মানি অর্ডারটি প্রধানমন্ত্রীকে এড্রেস করে ২৯ নভেম্বর নিফাদের ইন্ডিয়া পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে ভারতবর্ষের ৫০ শতাংশ পিঁয়াজ উৎপাদন হয়।
তিনি আরো বলেন, "৪ মাস ধরে কঠোর পরিশ্রম করে এত কম টাকা দর পেয়ে আমি মর্মাহত। সেই জন্য আমি সেই ১০৬৪ টাকা প্রধানমন্ত্রীর ডিসাস্টার রিলিফ ফান্ডে পাঠিয়ে দিয়েছি প্রতিবাদ স্বরূপ। মানি অর্ডারে পাঠাতে আমাকে অতিরিক্ত ৫৪ টাকা দিতে হয়েছে।" "আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। কিন্তু বর্তমান সরকারের আমাদের প্রতি উদাসীনতায় আমি ক্ষুব্ধ।"
মানি অর্ডারটি প্রধানমন্ত্রীকে এড্রেস করে ২৯ নভেম্বর নিফাদের ইন্ডিয়া পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে ভারতবর্ষের ৫০ শতাংশ পিঁয়াজ উৎপাদন হয়।
Pic Credit: Devinder Sharma Blog |
0 Comments