বিশেষ সংবাদদাতাঃ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন হায়দ্রাবাদবাসী তরুণ গবেষক, আহত আরো তিনজন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে প্রতিষ্ঠান চত্বরে।
বুধবার দুপুর ২:২০ নাগাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স (ব্যাঙ্গালোর) ক্যাম্পাসের 'হাইপারসোনিক এন্ড শক-ওয়েভ রিসার্চ ল্যাব' থেকে বিকট শব্দ শোনা যায়। অনুমান করা হচ্ছে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্যই এই দূর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩২ বছর বয়সী এরোস্পেস বিভাগের মনোজ কুমারের এবং গুরুতর আহত নরেশ কুমার, উদর কুমার এবং কার্তিক শেনয়। আহতদের আর এস রামাইয়া হাসপাতালে আইসিইউ তে চিকিৎসা চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
এই চারজন গবেষক সুপার-ওয়েভ টেকনোলজি নামের একটি স্টার্ট-আপ এর গবেষণার কাজ করছিলেন বলে জানা গেছে। এই কোম্পানির তরফের দুইজন ব্যাক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তবে কেন এমন দূর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রতিষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া, শোকস্তব্ধ মনোজের সহপাঠীরা।
বুধবার দুপুর ২:২০ নাগাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স (ব্যাঙ্গালোর) ক্যাম্পাসের 'হাইপারসোনিক এন্ড শক-ওয়েভ রিসার্চ ল্যাব' থেকে বিকট শব্দ শোনা যায়। অনুমান করা হচ্ছে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্যই এই দূর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩২ বছর বয়সী এরোস্পেস বিভাগের মনোজ কুমারের এবং গুরুতর আহত নরেশ কুমার, উদর কুমার এবং কার্তিক শেনয়। আহতদের আর এস রামাইয়া হাসপাতালে আইসিইউ তে চিকিৎসা চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
এই চারজন গবেষক সুপার-ওয়েভ টেকনোলজি নামের একটি স্টার্ট-আপ এর গবেষণার কাজ করছিলেন বলে জানা গেছে। এই কোম্পানির তরফের দুইজন ব্যাক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তবে কেন এমন দূর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রতিষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া, শোকস্তব্ধ মনোজের সহপাঠীরা।
Image Credit: Outlook India |
0 Comments