অর্ক মজুমদারঃ হ্যাকের শিকার হল প্রশ্ন-উত্তরের সামাজিক ওয়েবসাইট Quora। প্রায় 10 কোটি ব্যবহারকারীর তথ্য যেমন: ইমেইল, নাম, পাসওয়ার্ড ইত্যাদি হাতিয়ে নেবার চেষ্টা করতে পারে হ্যাকাররা।
প্রসঙ্গত, 2009 সালে প্রতিষ্ঠিত Quora তে মাসিক প্রায় 50 কোটি ভিজিটর আসেন, না জানা প্রশ্নের উত্তর খুঁজতে বা জানা প্রশ্নের উত্তর দিতে।
Quora এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও অ্যাডাম ডি অ্যাঞ্জেলো গ্রাহকদের তথ্য সুরক্ষিত না করতে পারায় ক্ষমা চেয়েছেন। কোম্পানির বিশেষজ্ঞ এবং বাইরে থেকে বিশেষজ্ঞ এনে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, যাদের তথ্য হ্যাক হয়েছে, তাদের পাসওয়ার্ড রিসেট করে দেওয়া হবে এবং ইমেইলে তাদের কে এ ব্যাপারে জানানো হবে।
আপনি যদি Quora এর ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে পাসওয়ার্ড দ্রুত বদলান। এছাড়াও নিজের ব্রাউজার এর Cookies ডিলিট করে দিন। কিছুদিন ধরেই যে সব ওয়েবসাইটে বেশি ব্যবহারকারী আছে, তাদের তথ্য হাতানোর একের পর এক ঘটনা সামনে আসছে, কিছু দিন আগেই হ্যাক হয়েছিল চেইন হোটেল ব্যবসা করা ম্যারিয়ট এর রিসার্ভশন সিস্টেম।
প্রসঙ্গত, 2009 সালে প্রতিষ্ঠিত Quora তে মাসিক প্রায় 50 কোটি ভিজিটর আসেন, না জানা প্রশ্নের উত্তর খুঁজতে বা জানা প্রশ্নের উত্তর দিতে।
Quora এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও অ্যাডাম ডি অ্যাঞ্জেলো গ্রাহকদের তথ্য সুরক্ষিত না করতে পারায় ক্ষমা চেয়েছেন। কোম্পানির বিশেষজ্ঞ এবং বাইরে থেকে বিশেষজ্ঞ এনে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, যাদের তথ্য হ্যাক হয়েছে, তাদের পাসওয়ার্ড রিসেট করে দেওয়া হবে এবং ইমেইলে তাদের কে এ ব্যাপারে জানানো হবে।
আপনি যদি Quora এর ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে পাসওয়ার্ড দ্রুত বদলান। এছাড়াও নিজের ব্রাউজার এর Cookies ডিলিট করে দিন। কিছুদিন ধরেই যে সব ওয়েবসাইটে বেশি ব্যবহারকারী আছে, তাদের তথ্য হাতানোর একের পর এক ঘটনা সামনে আসছে, কিছু দিন আগেই হ্যাক হয়েছিল চেইন হোটেল ব্যবসা করা ম্যারিয়ট এর রিসার্ভশন সিস্টেম।
0 Comments