বিশেষ সংবাদদাতাঃ রাজ্যে শিল্পের বাজার এমনিতেই খারাপ। এর মধ্যে আবার বন্ধ হয়ে গেল হুগলির দুটি জুটমিল। শ্রমিক অসন্তোষ, আর্থিক অনটন, কাঁচা মালের যোগান ও ধর্মঘট, সব মিলিয়ে সোমবার কর্মবিরতির বিজ্ঞপ্তি দিয়ে দেন রিষড়ার হেস্টিংস এবং ভদ্রেশ্বরের নর্থব্রুক জুটমিল কর্তৃপক্ষ। অনুমান করা হচ্ছে এই ঘটনায় কাজ হারাতে হারাতে পারেন প্রায় ১০০০০ মানুষ।
হেস্টিংস জুটমিল কর্তৃপক্ষের মতে তাদের সংস্থা আর্থিক অনটনের মধ্য দিয়ে যাচ্ছে এরই মধ্যে শ্রমিকদের ধর্মঘট অতিরিক্ত ক্ষতিসাধন করছে। যদিও শ্রমিকরা দাবি করেছেন তাদের সপ্তাহে তিন-চারদিন কাজ দেওয়া হচ্ছিল।
কাজের পরিবেশ নষ্ট করে উৎপাদনে ব্যাঘাত ঘটানোর অভিযোগে নর্থব্রুক কর্তৃপক্ষ চার শ্রমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
Pic Credit: Live Mint |
0 Comments