চলে গেলেন ১০৭ বছর বয়সী বিশ্বের সবথেকে প্রবীণ ইউটিউবার মাস্তানাম্মা

বেঙ্গল মিরর ডেস্কঃ চিরতরে বিদায় নিলেন বিশ্বের সবথেকে প্রবীণ ইউটিউবার মাস্তানাম্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর। শেষ ছয় মাস বার্ধক্যজনিত কারণে তাঁর শরীর বেশ ভালো যাচ্ছিলো না, ভুগছিলেন নানা শারীরিক সমস্যায়। সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার গুডিওয়াদা তে নিজের বাসভবনে শেষমেশ হেরে গেলেন মৃত্যুর কাছে।
বিয়ে হয়েছিল ২২ বছর বয়সে। ৫ ছেলেমেয়ের ৪ জন মারা গিয়েছিলো কলেরা তে। জীবনে অনেক ঝড় ঝঞ্ঝা গেছে কিন্তু দমে যান নি, সংগ্রাম চালিয়ে গিযেছেন নিরন্তর। রান্নার হাত ছিল চমৎকার।২০১৬ তে ইউটিউব জগতে পা রাখেন নাতি লক্ষণ ও তার বন্ধু শ্রীনাথ রেড্ডির সহযোগিতায়। মানুষ ও খুব বেশি সময় নেয়নি এই প্রতিভাকে খুঁজে নিতে। খ্যাতি ছড়িয়েছে বিদেশে ও। 'কান্ট্রি ফুড' নামের ওনার চ্যানেলে এখন সাবস্ক্রাইবারস ১২ লাখ ৩৬ হাজারের ও বেশি। 'তরমুজ-চিকেন' রান্নার মানুষটির চলে যাওয়াতে শোকের ছায়া ইউটিউব মহলে।
Image Credit: Live Mint

Post a Comment

0 Comments