মন্দাক্রান্তা সেন-এর কবিতা 'বাইশে শ্রাবণ'

বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। যথোচিত মর্যাদা ও শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। তারই অঙ্গ হিসাবে কবি মন্দাক্রান্তা সেনের একটি কবিতা, বেঙ্গল মিরর পরিবারের সদস্য ও পাঠকদের জন্য


বাইশে শ্রাবণ/মন্দাক্রান্তা সেন

কে বলে হৃদয়ে আজও নাই সে
ব্যর্থ তুমি, শ্রাবণের বাইশে
তাঁর যাওয়ারই তো উদযাপনে
আমার আপন মেশে আপনে

যত কেড়ে নিতে চাও, পারোনি
হৃদয় করেছে তাঁকে ধারণই
বাইশে শ্রাবণ তাই নয় শোক
বাইশে শ্রাবণ জানে দুই চোখ

এ দিন তো জীবনেরই বার্তা
যে ডাক মরমে পশে, কার তা?
সে তো তাঁরই, ওই ডাকে দি' সাড়া
মরণেও জীবনের ইশারা

জীবনে জীবন রাখা ঠাঁই সে
ঝরো তুমি, শ্রাবণের বাইশে...

Post a Comment

0 Comments