এনআরসি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে কারমাইকেলের আবাসিকরা

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিররঃ এনআরসি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তিলোত্তমার রাজপথে নেমে প্রতিবাদ জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের আবাসিকরা। শনিবার বৈঠকখানা রোড, রাজাবাজার, ট্রাম ডিপো ও সূর্যসেন স্ট্রিট পরিক্রমা করে মিছিল। এদিনের মিছিলের উদ্যোক্তারা জানান, এনআরসির নামে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। জাতপাত তুলে কিছু মানুষ ও রাজনৈতিক দল ফায়দা লুটছে। এগুলো সাংবিধানিক অধিকার হরণ করার সামিল।
ছবি নিজস্ব 

প্রসঙ্গত, কারমাইকেল হস্টেলের মেস কমিটির উদ্যোগে আয়োজিত মিছিলে প্রায় তিনশো পড়ুয়া এদিন মিছিলে পা মেলায়। ছিলেন মেস কমিটির সাধারণ সম্পাদক মাসুদ আল আমিন, প্রাক্তন সাধারণ সম্পাদক তৌসিফ আহমেদ, ছাত্রনেতা কাইয়ুম মোল্লা, রাইহান সিদ্দিক প্রমুখ।

ছবি নিজস্ব 

Post a Comment

0 Comments