বেঙ্গল মিরর ডেস্কঃ বিতর্ক যেন থামছে না কিছুতেই। ফের সংবাদ শিরোনামে উত্তর প্রদেশের উন্নাও। এবার ওই এলাকার এক থানার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন এক নির্যাতিতা মহিলা। তাঁর দাবি, তিনি ধর্ষণের চেষ্টার অভিযোগ থানায় জানাতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ আধিকারিক মহিলাকে জানিয়ে দেন, ‘ধর্ষণ হয়নি তো, যখন হবে তখন দেখা যাবে’
 |
Image Source: Afternoonvoice |
উল্লেখ্য, সম্প্রতি দিল্লির সফদরজং হাসপাতালে প্রাণ হারিয়েছেন উন্নাওয়ের এক নির্যাতিতা। তেলেঙ্গানা থেকে উন্নাও, ইত্যাদি ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ক্ষোভের আঁচ সংসদেও। অভিযুক্তদের গ্রেফতার করা তো দূর, এমনকী মহিলার অভিযোগও নিতে চাননি পুলিশ। এমনটাই জানান অভিযোগকারিনীর। ঠিক কী হয়েছে ঘটনাটি? ইন্ডিয়া টুডে-এর কাছে উন্নাওয়ের সিন্দুপুর গ্রামের ওই মহিলা অভিযোগ করেন, "ওষুধ কিনতে যাচ্ছিলাম। রাম মিলন, গুড্ডু আর রামবাবু নামে ৩ যুবক তাঁর পথ আটকায়। পোশাক ধরে টানাটানি শুরু করে। এমনকী আমাকে ধর্ষণেরও চেষ্টা করে।" এরপরই তিনি দাবি করেন, স্থানীয় বিহার (রাজ্য নয়) থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁকে পরামর্শ দেন, ‘ধর্ষণ হয়নি তো, যখন হবে তখন দেখা যাবে’। তাঁর দাবি, উন্নাও এবং বিহার থানায় ৩ মাস ধরে ঘুরেছেন। কিন্তু কেউ অভিযোগ নেয়নি।
 |
Image Source: Udaipurblog |
ওই মহিলার আরও দাবি করেন, সেদিন রাতের ওই ঘটনার পর ১০৯০ তে ফোন করি। সেখান থেকে বলা হয় ১০০ ডায়াল করতে। উন্নাও থানায় বিষয়টি জানাই। সাহায্যর বদলে যে জায়গায় ঘটনাটি ঘটে, সেই থানাতে অভিযোগ দায়ের করতে বলেন আইনের রক্ষকরা। অভিযুক্তরা প্রতিদিন বাড়ি গিয়ে অভিযোগকারিনীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। থানায় সেই অভিযোগের কথাও জানাতে যান। কিন্তু তাকে বলা হয়, এ বিষয়ে আমরা কিছুই করতে পারব না। উন্নাওয়ের একজন পুলিশ অফিসারের সঙ্গে দেখা করি। তিনি ফের আমাকে পরামর্শ দেন বিহার থানায় গিয়ে অভিযোগ দায়েক করার। গত ৩ মাস যাবৎ এটাই হয়ে চলেছে। সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় আইজি এসকে ভগতের সঙ্গে। তিনি জানান, "সকাল থেকে আমি থানায় বসে। তাঁর কাছে কেউ আসেনি।"
0 Comments