নাগরিকত্ব সংশোধনী আইন: শান্তি মিছিলের ডাক বিজেপির

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: গতকাল শনিবারের মতো আজ রবিবারও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত গোটা বাংলা৷ শাসকদল ও বাংলার বিদ্বজ্জনেরা শান্তির বার্তা দিলেও বিক্ষোভ কমছে বা। এবার এরই প্রেক্ষিতে পাল্টা শান্তি মিছিলের ডাক দিল বিজেপি৷ জানা গিয়েছে, আগামী ২৩ ডিসেম্বর শান্তি মিছিল করবে গেরুয়া শিবির। ২ জায়গা থেকে এই মিছিল বের হবে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, “আত্মরক্ষার অধিকার প্রয়োজনে প্রয়োগ করুন। তবে শান্তি বজায় রাখার চেষ্টা করুন।
Image Credit: Scoll

রেল অবরোধের জেরে আটকে একাধিক দূরপাল্লার ট্রেন৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হাওড়া থেকে দিঘা সুপার এসি এক্সপ্রেস, হাওড়া থেকে যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, হাওড়া থেকে হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, টাটানগর থেকে হাওড়া স্টিল এক্সপ্রেস, ভুবনেশ্বর থেকে হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, লোকমান্য তিলক থেকে শালিমার এক্সপ্রেস, পুরি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস, হাওড়া করমণ্ডল এক্সপ্রেস থমকে গিয়েছে৷ এছাড়া ১২টি লোকাল ট্রেন বাতিল বলেও জানানো হয়েছে৷

Post a Comment

0 Comments