বেঙ্গল মিরর ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী বিল এবং তার পরিপ্রেক্ষিতে গণ আন্দোলনের জোয়ার দেশ জুড়ে। মূলত সংবিধান লঙ্ঘনের উপর ভিত্তি করেই এই বিক্ষোভ, বলে দাবি আন্দোলনকারীদের একাংশের। সুষ্ঠু আন্দোলনের পাশাপাশি হিংসা ছড়িয়েছে অনেক জায়গায়। শান্তিপূর্ণ মিছিলের পাশাপাশি সরকারি সম্পত্তির ভাঙচুর লুটপাটের ও চিত্র দেখা গিয়েছে। জামিয়া ছাত্র আন্দোলনের সমর্থনে রাস্তায় হেঁটেছে দেশের বিভিন্ন প্রান্তের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা।
এই আন্দোলনের ছবি ভিডিও ফেসবুক হোয়াটসআপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য। দেখা গিয়েছে ফেক ছবি ভিডিওর রমরমা ও। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দুজন পুলিশ কিছু বিক্ষোভকারীদের দিকে গুলি করার পর দুজন লুটিয়ে পড়ছে। বলা হচ্ছে আসামের বিক্ষোভকারীদের দিকে পুলিশ এইভাবে গুলি করে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। কিন্তু আদপে এটি দুবছর আগের ঝাড়খণ্ড পুলিশের মকড্রিলের ভিডিও বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। তবে কেউ কেউ এটি রাজস্থান পুলিশের মকড্রিল বলে ও দাবি করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এটা কি সত্যিই মকড্রিল!
এই আন্দোলনের ছবি ভিডিও ফেসবুক হোয়াটসআপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য। দেখা গিয়েছে ফেক ছবি ভিডিওর রমরমা ও। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দুজন পুলিশ কিছু বিক্ষোভকারীদের দিকে গুলি করার পর দুজন লুটিয়ে পড়ছে। বলা হচ্ছে আসামের বিক্ষোভকারীদের দিকে পুলিশ এইভাবে গুলি করে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। কিন্তু আদপে এটি দুবছর আগের ঝাড়খণ্ড পুলিশের মকড্রিলের ভিডিও বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। তবে কেউ কেউ এটি রাজস্থান পুলিশের মকড্রিল বলে ও দাবি করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এটা কি সত্যিই মকড্রিল!
Image Source: PIB India Twitter handle |
#PIBFactCheck— PIB India (@PIB_India) December 17, 2019
Claim: A video is doing the rounds on Social Media as police shooting at #CAA protesters in #Assam.
Reality: This is a mock drill video by Jharkhand Police two years ago.
Conclusion: #Fakenews pic.twitter.com/IWaLW1hmjt
0 Comments