মনিরা মন্ডল, বেঙ্গল মিরর: বাবার অমতে বিয়ে করেছিল মেয়ে আর সেই রাগ থেকেই একেবারে মেয়ের শ্বশুর বাড়িতে ঢুকে বিবাহিতা মেয়েকে কোপালো বাবা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের ১১ নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অশোকনগরের ২৩ নম্বর জনকল্যাণপল্লী এলাকার বর্ণালীর সাথে ভালোবেসে পালিয়ে বিয়ে হয় গোলবাজার এলাকার বাসিন্দা শঙ্কর হালদারের। গত দুমাস আগে বিয়ে হয় তাদের। বাবার অমতে বিয়ে করায় প্রথম থেকেই ছিল তীব্র অশান্তি।
Image Source : Albayan
রবিবার সকালে মেয়ের শ্বশুর বাড়িতে ঢুকে দা ও কুড়ুল দিয়ে মেয়েকে কোপাতে থাকে দুলাল। তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার করে তাকে প্রথমে হাবরা হাসপাতালে ভর্তি করে, কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার আর জি কর হাসপাতালে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পাষন্ড বাপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে পুরো এলাকাবাসী। এই ঘটনায় বর্ণালীর শাশুড়ি অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত দুলাল পলাতক। পুলিশ তার খোঁজ চালাচ্ছেন।
0 Comments