মনিরা মন্ডল, বেঙ্গল মিরর: সোমবারের রেশ কাটতে না কাটতেই ফের মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত বিক্ষোভকারীদের মুখে পড়েন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার যাদবপুরে ছিল সমাবর্তন অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে আচার্য হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর সেইসময় যাওয়ার পথে বিক্ষোভকারীদের মুখে পড়তে হয় রাজ্যপালকে। মঙ্গলবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করার মুখে রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় জমায়েত ছাত্রছাত্রীরা। সঙ্গে কালো পতাকা দেখিয়ে চলতে থাকে গো ব্যাক স্লোগান। কালো পতাকার পাশাপাশি জাতীয় পতাকা নিয়েও নাগরিকত্ব আইনের বিরুদ্ধেও সুর তোলে তারা। রাজ্যপালকে দেখে তোলা হয় আজাদী স্লোগান ও। যাদবপুরের পড়ুয়াদের দাবি নাগরিকত্ব সংশোধনী আইন ও এন আর সির প্রতিবাদের কারণে তাকে ঘেরাও করে এই বিক্ষোভ। পড়ুয়াদের আরো দাবি রাজ্যপালকে ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান করতে হবে। তারা রাজ্যপালের হাত থেকে ডিগ্রি নিতে অস্বীকার করে।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গাড়িতে বসেই নিজের বিরক্ত উগড়ে একাধিক টুইট রাজ্যপালের। তিনি টুইট করে আরো জানিয়েছেন এই ঘটনা খুবই দুঃখজনক যে তার বিশ্ববিদ্যালয়ের ঢোকার পথ আটকে দেওয়া হয়েছে। ক্ষোভ প্রকাশ করে বলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পর পরিস্থিতি সামাল দিতে না পেরে তিনি ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যান। তার ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে বিক্ষোভে সামিল পড়ুয়ারা উচ্ছাসে মেতে উঠে। শেষমেষ বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান না হলেও ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদান করা হয়। পতাকা উত্তোলন করে সমাবর্তন অনুষ্ঠান শুরু করেন উপাচার্য সুরঞ্জন দাস।
Image Source: Twitter Handle of Jagdeep Dhankhar |
At the campus of the Jadavpur University I appealed all concerned to ensure that a handful of people cannot be allowed to hold system to hostage. Appealed to the good sense of those who in the Government and University ought to be active to contain the situation. pic.twitter.com/bhByNhDtPO
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019
0 Comments