বিশেষ প্রতিবেদন, বেঙ্গল মিররঃ ঠাকুরের এই ছবি শেয়ার করলে বদলাবে ভাগ্য, পীর বাবার এই ছবি শেয়ার করলে ভালো খবর পাবেন। কতোই না কথা বাজারে ঘুরে বেড়ায়। লম্বা কান, বড় নাক, সাদা চুলের বামন আকৃতির এক বুড়ি। তাঁর মাথায় টুপি, এক হাতে ছোট পুতুল আর অন্য হাতে ঝুড়ি। ফেসবুক খুললেন সামনে চলে আসছে এই ছবি! সম্প্রতি এমনই একটি ছবি নেট-দুনিয়ায় ভাইরাল। নাম ভাগ্যদেবী ELF. কিন্তু প্রশ্ন থেকেই যায়- ভাগ্য কি আদৌ বদলায়?
Photo Crdit: Easel |
যিনি দেখছেন, তিনিই শেয়ার করছেন এই ছবি। ইনি নাকি ভাগ্য ফেরাতে এসেছেন। এই ছবি শেয়ার করলেই ভাগ্য চলে আসবে একেবারে আপনার হাতের মুঠোয়! বলা হচ্ছে, আপনি যেমন চাইবেন, তেমন দৌড়োবে আপনার খারাপ কপাল। আপনি নাকি পেতে পারেন লটারি, করোনা কবল থেকে মুক্তিও। এই বুড়ির আবার পরিবারও আছে। ফেসবুকেই ঘুরছে তাঁর আরও কিছু সঙ্গীর ছবি। এঁরা কারা? কোথায় থাকেন? কীভাবে এলেন ফেসবুকে? জানেন, আসলে কী এই ছবি?
এই ছবিকে বলা হয় ELF। যা নাকি ভাগ্যের উন্নতি ঘটায়। অনেকটা ফেংশুইয়ের মতো বিষয়টা। ELF শব্দের মানে হল একটা ছোট আকৃতির জীব, যার সরু কান রয়েছে এবং যার রয়েছে ম্যাজিক্যাল পাওয়ার। Elf of Luck- এর মানে হল ভাগ্য ফিরিয়ে দেবে এরকম ম্যাজিক্যাল ক্ষমতাসম্পন্ন একটি জীব। এই জীবের ফটো শেয়ার করলে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। প্রচলিত ধারণা Elf of Luck আসলে ভগবানের দূত নয়। তাঁরা ডেভিল। ডেভিল আর ইভিলের মধ্যে একটা তফাৎ আছে। ডেভিলরা আপনার মনের খারাপ সত্ত্বাকে ধ্বংস করে। আর ইভিল নিজেই শয়তান। তাই বলা হয় ডেভিলরা আসলে পরি। এই ডেভিল দমনের শক্তিই রয়েছে Elf of Luck-এর বৃদ্ধার ছবিতে।
তবে ফেসবুকে এই ছবি শেয়ার করার হিড়িক পড়ে গিয়েছে ভাগ্য ফেরানোর আশায়। লক্ষ লক্ষ মানুষ প্রবল বিশ্বাসে এই ELF এর ছবি শেয়ার করে ভাগ্য ফেরানোর আশা করছেন। এ নিয়ে বিভিন্ন ধর্মের পণ্ডিতরা বলছেন ছবি শেয়ার করে কিছু হয় না। নিছক আবেগ বা অন্ধ বিশ্বাস ছাড়া। বিজ্ঞানের কথা বাদ-ই দিলাম।
0 Comments