রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির ফর্ম ফিল-আপ শীঘ্রই

বেঙ্গল মিরর ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের মত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ও স্নাতকোত্তর বিভাগে ভর্তি সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির ফর্ম ফিল-আপ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে আরও জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা ১১ নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল-আপ করতে পারবেন।

Photo credit: Raiganj  university

জানা গিয়েছে, মোট ২৩টি বিভাগের জন্য ওই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড: দুর্লভ সরকার। তিনি বলেন, কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে মোট ২৩টি বিভাগের জন্য ৬৫০জন ছাত্র-ছাত্রীর ভর্তি নেওয়া হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পঠন-পাঠন শুরু হবে বলেও তিনি জানান।

Post a Comment

0 Comments