বেঙ্গল মিরর ডেস্কঃ না আপাতত তিনি পদত্যাগ করছেন না। ফের জানিয়ে দিলেন সৌমিত্র। ইস্তফা ঘোষণা করেও ফিরিয়ে নিলেন ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। আজ শনিবার সকালে ইস্তফা ঘোষণা করে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপও ত্যাগ করেন তিনি। যদিও বেলা গড়াতেই বদলে যায় সৌমিত্রের অবস্থান। ফের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেন।
Photo credit: One India |
প্রসঙ্গত, গতকাল শুক্রবার সন্ধ্যায় যুব মোর্চার সমস্ত জেলা কমিটি ভেঙে দেন বিজেপির রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এরপরই আজ অষ্টমীর সকালে বোমা ফাটান সৌমিত্র। ফের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেরেন তিনি। লেখেন, ‘তোমাদের ছেড়ে থাকা সম্ভব নয়। তাই ফিরে এলাম।’ এখন প্রশ্ন উঠছে তবে কি নয়া রফা হল কারও সঙ্গে? কেন-না, সৌমিত্র সঙ্গে দিলীপের এই বিবাদ নতুন নয়। মাস খানেক আগে যুব মোর্চার জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছিলেন সৌমিত্র। সেই তালিকা খারিজ করেছিলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, কংগ্রেসি ঘরানার ছেলে সৌমিত্র খাঁ বিজেপির মতো রেজিমেন্টেড পার্টিতে শৃঙ্খলার গুরুত্ব ঠিক বুঝে উঠতে পারছেন না। যার ফলে বার বার ধাক্কা খেতে হচ্ছে তাঁকে। কেউ কেউ বলছেন তিনি মুকুল ঘনিষ্ঠ।
0 Comments