অসমে দেনার দায়ে আত্মঘাতী একই পরিবারের পাঁচ সদস্য

বেঙ্গল মিরর ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান, দেশ আত্মনির্ভর হোক।প্রশ্ন হচ্ছে, সীমাহীন দারিদ্রতা আর অর্থনৈতিক পতনের মাঝে কী কতোটা সম্ভব সময় বলবে। তবে দেনার দায়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন একই পরিবারের পাঁচজন সদস্য। জানা গিয়েছে, অসমের কোকরাঝাড়ের জেলার গোসাইগাঁওতে সোমবার একই পরিবারের পাঁচ জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, পুলিশের অনুমান বিগত কয়েক মাস ধরেই আর্থিক দুরবস্থায় ছিলো ওই পরিবার। এবং সেই কারণেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

প্রতীকী ছবি 

সূত্রের খবর, রবিবার রাতেই একই পরিবারের পাঁচ সদস্য আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে এক সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে আছেন স্বামী স্ত্রী এবং তাঁদের তিন কন্যা। পরিবারের প্রধান মৃত নির্মল পাল গ্যাসের এক সাব এজেন্সি চালাতেন। ব্যবসার কারণে তাঁর ২৫ থেকে ৩০ লক্ষ টাকার দেনা ছিলো।বিগত কয়েক মাস অর্থাভাবে তিনি ঋণের ইএমআই দিতে পারেননি। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় বলে অনুমান। 

Post a Comment

0 Comments