মানিকচকে ভেসেল-ঢুবি: উদ্ধারকাজে তৃণমূলের যুব সংগঠন

বেঙ্গল মিরর ডেস্ক: সোমবার ঝাড়খন্ড রাজমহল ঘাট থেকে যাত্রী সমেত কিছু লরি বোঝায় করে ভেসেল মানিকচক ঘাটে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আসে। সেখানে সমস্ত যাত্রীরা ঠিকঠাক ভাবে নামতে সক্ষম হয় । কিন্তু যখন পারে উঠছিল তারা ঠিক তখনই কোনরকম ভাবে ভারসাম্যের পরিবর্তন ঘটে, ফলে প্রায় ১০টা লরি ভেসেল থেকে জলে পড়ে যায়। প্রত্যেকটি লরিতে ড্রাইভার খালাসী ছিলেন তারাও জলে ডুবে যায় সেই দিনই পাঁচজন ড্রাইভার ও খালাসীকে উদ্ধার করা হয় এবং সারারাত ধরে আরো কিছু মানুষ জনকে উদ্ধার করা হয় ।আবার সকালে উদ্ধারকাজে হাত লাগান মালদা জেলা প্রশাসন। মঙ্গলবার রাত পর্যন্ত একটি লরি উদ্ধার হয়েছে ।বাকিগুলোর উদ্ধারের কাজ চলছে । পরিবারের সদস্যদের থেকে পাওয়া খবর অনুযায়ী বেশিরভাগ ড্রাইভার খালাসী উঠেছেন। তিনজনকে এখনও পাওয়া যাচ্ছে না। হয়তো তারা জলের নিচে এখনো রয়েছে অথবা ভয়ে আতঙ্কিত হয়ে তারা সেই জায়গা থেকে পালিয়ে গেছে।


এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল ও রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। এছাড়াও মালদা জেলা যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের নির্দেশে সাথে সাথে যুব কর্মীদের নিয়ে হাজির হন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সম্পাদক মহিদুল ইসলাম, ইংলিশবাজার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জুয়েল সিদ্দিকী, মানিকচক ব্লক  তৃণমূল যুব কংগ্রেসের  সভাপতি ইমরান হাসান, যুবনেতা হরিদাস রায়, বাদশা আলী, আজাদ রহমান, মাহবুব আলী ও আনবার আলী প্রমুখ। তারাও সেখানে থেকে উদ্ধার কাজে সহযোগিতা করছেন। 

Post a Comment

0 Comments