ডালিয়ার কবিতা 'বেলা বোসের অভিমান'

বেলা বোসের অভিমান
-ডালিয়া ডালি


আমার নাম, নম্বর সব পাবলিক করে দিয়ে 
হারিয়ে গেলে তুমি তোমার চাকরি সঙ্গে নিয়ে। 

চাকরি পেয়ে ঘুচলো তোমার বেকারত্বের জ্বালা/
ফোনের রিং করলো আমার জীবন ঝালাপালা। 

বিরামহীন বাজে ফোন বেলা বোসকে চায়
বেকার গুলো চাকরি পাওয়ার সুসংবাদ দেয়।

নিজের  নাম, নং, ঠিকানা সব রেখে দিয়ে  গোপনে/
আমার গুলো পাবলিক করবে ভাবিনি আমি  স্বপনে।

হারিয়ে ছিল বিবেক তোমার চাকরি পাওয়ার অহংকারে/
কৌশলে তাই আমার নাম, নং ছড়ালে জনতার দরবারে। 

সত্যি যদি বাসতে ভালো তোমার নং দিতে/
অনুরোধে বলতে আমায় তোমার খবর  নিতে।

তা না করে শুধু ই তুমি বকলে আবোলতাবোল/ 
চাকরি পাওয়ার খরব দিতে পেটালে নিজের ঢোল।

কিসের চাকরি পেলে তুমি সেটাও তো বললে না/ 
সরকারি না বেসরকারি? মাইনে কত?  কই মুখ তো ফসকে ফেললে না!

শোনালে অতীতের কাহিনী  আর করলে আগামীর ইচ্ছে প্রকাশ 
2441139 বেলা বোস বলে চিৎকার করে ডেকে দিলে আমার সর্বনাশ।

Post a Comment

0 Comments