নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিরর: আরোগ্য-সেতু অ্যাপ কে বা কারা তৈরি করেছে কিংবা তথ্য কার কাছে আছে? এই নিয়ে নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কোনও উত্তর নেই। অথচ করোনাকালে আরোগ্য-সেতু অ্যাপ সবাইকে ব্যবহার করতে হবে এমনটাই ঘোষণা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর কেন্দ্রীয় সরকার। আজ সেই সরকারের কাছেই নাকি এই অ্যাপস সম্পর্কে কোনও তথ্য নেই। যা নিয়ে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমগুলোতে সমালোচনা হয়েছে ঢের। এরইমধ্যে দিল্লি সরকারের একটি নির্দেশিকা সামনে এসেছে। তাতে বলা হয়েছে, আরোগ্য-সেতু অ্যাপ ব্যবহার করতেই হবে। তবে হ্যাঁ, সবার জন্য নয়- শুধু লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানদারদের ক্ষেত্রেই এই বিধি কার্যকর হবে বলে জানিয়েছে দিল্লি সরকার।
সম্প্রতি দিল্লি সরকারের তরফে ওই নির্দেশনায় বলা হয়েছে, রাজ্যের সমস্ত হোলসেল মদের দোকানদারকে এটা নিশ্চিত করতে হবে যে- তাদের কর্মচারীরা বাধ্যতামূলকভাবে আরোগ্য-সেতু অ্যাপ ব্যবহার করছেন। শুধু তাই নয় সকল কর্মচারিকে মাক্স পরা, দোকানের মধ্যে প্রবেশের আগে থার্মাল স্ক্রীনিং করা, প্রবেশ এবং বাহিরের সময় অবশ্যই স্যানিটাইজ করার বিষয়টি মানতে হবে। দোকানের এলাকা, সিঁড়ি, রেলিং ইত্যাদি স্যানিটাইজ করা, লোডিং-আনলোডিংয়ের সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা আবহে কিভাবে সর্তকতা অবলম্বন করতে হবে তাও উল্লেখ করতে বলেছে দিল্লি সরকার।
0 Comments