ভালো নেই সৌমিত্র, কান্নায় ভেঙে পড়লেন মেয়ে পৌলমী

বেঙ্গল মিরর ডেস্ক: অবস্থা অত্যন্ত সংকটজনক। প্রায় হাত-পা ছেড়েি দিয়েছেন চিকিৎসকরা। যদি না কোন একটা মিরাকেল ঘটে, তাছাড়া কোনও অবস্থাতেই হয়তো সুস্থ হয়ে উঠবেন না বর্ষীয়ান অভিনেতা তথা সত্যজিৎ রায়ের 'অপু' সৌমিত্র চট্টোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন বেলভিউ ক্লিনিকে ডাক্তাররা। 

চিকিৎসকরা জানাচ্ছেন, দীপাবলীর সন্ধ্যাতেই সৌমিত্র বাবু শারীরিক অবস্থা হাতের বাইরে চলে গিয়েছে। তাঁরা পরিবারকে খবর দেন। সাড়ে সাতটা নাগাদ সৌমিত্রবাবুকে দেখতে আসেন মেয়ে পৌলমী চট্টোপাধ্যায়। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন। বাবা ভালো নেই, একদম ভালো নেই বলেই কেঁদে ফেলেন তিনি।


এদিকে ডাক্তাররা বলছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গিয়েছে। একমাত্র ভগবান ভরসা। সূত্রের খবর, সৌমিত্রবাবুর মস্তিষ্ক প্রায় অচল হয়ে গিয়েছে, তবে ব্রেন-ডেথ কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি ডাক্তাররা। 

শনিবার বেলভিউ ক্লিনিকের ডা. অরিন্দম কর জানিয়েছেন, বিভিন্নভাবে সাপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। শরীরে অক্সিজেনের মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম, তাই তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে। ১০০ % ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। প্লাসমাফেরেসিস বা ডায়ালিসিস তেমনভাবে কাজ করছে না।

Post a Comment

0 Comments