বেঙ্গল মিরর ডেস্কঃ জল্পনা ছিলই। শুক্রবার সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন তৃণমূল বিধায়ক ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেইল করেছেন। একইসঙ্গে চিঠি দিয়েছেন। মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকরের কাছেও সেই চিঠি প্রেরণ করেছেন শুভেন্দু।
জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করলেন। গতকালই তিনি হুগলি রিভার ব্রিজ কর্পোরেশন বা এইচ.আর.বি.সি'র চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়েছেন। এবার শুভেন্দু অধিকারী ছাড়লেন মন্ত্রিত্বের পদ। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারি রাজ্য সরকারের পরিবহণ ও সেচ দফতরের মন্ত্রী ছিলেন।
তিনি কি বিজেপিতে যোগ দেবেন নাকি নতুন দল? তা অবশ্য স্পষ্ট করেননি শুভেন্দু। ভোটের আগে এই রকম পদত্যাগ ঘিরে প্রশ্ন উঠছে- তৃণমূল কংগ্রেস কী সামলাতে পারছে না, নাকি টিম পিকের কর্তৃত্ব মানতে চাইছে না দলের নেতারা! উত্তর হয়ত সময় দেবে।
0 Comments