বেঙ্গল মিরর প্রতিবেদক, হুগলি: ভারতের অন্নদাতা কৃষকদের ডাকা বনধের সমর্থনে রাজ্য কিষাণ কংগ্রেস রাজপথে। হুগলির ডানকুনির চাকুন্দী হাওয়া ব্রিজে সকাল ৯টা থেকে দীর্ঘক্ষন অবরোধ চলে এবং কৃষি আইন পোড়ানো হয়। নেতৃত্ব দেন প্রদেশ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তপন দাস।
এদিন তপন দাস ছাড়াও রাজ্য কিষাণ কংগ্রেস এর সাধারণ সম্পাদক সুদীপ গাঙ্গুলি, হুগলি জেলা কিষান কংগ্রেসের চেয়ারম্যান হিসাবউদ্দিন রহমান এই অবরোধ এ নেতৃত্ব দেন। কিষাণ কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তপন বাবু বলেন, আজকের এই বনধ সফল করতে কিষাণ কংগ্রেস সারা রাজ্য জুড়ে রাস্তায় নেমেছে। আমরা চাই কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আমরা পথে থাকব।
0 Comments